জামালগঞ্জ উপজেলার পটভূমিঃ
স্থানীয় জনশ্রুতিতে আছে যে, প্রাচীনকালে জামালগঞ্জ লাওড়ের রাজ্যের অন্তর্গত ছিল। জামালগঞ্জে জামালস ফারুকী নামে একজন জমিদার বাস করতেন। তিনি ছিলেন ভাটিপাড়ার জমিদার এখলাসুর রহমানের উত্তরসুরীগণের অন্যতম ব্যক্তি।পরবর্তীকালে ১৯৩০ সালে ভাটিপাড়[র জমিদার দুটি তালুক খরিদ করেন। তাঁকে স্মরণীয় করে রাখার জন্য এ দুটি তালুকের নাম রাখা হয় জামালগঞ্জ ও জামালপুর।পরবর্তী কালে উক্ত তালুক দুটির একটিতে সুরমা নদীর পশ্চিমপাড়ে একটি নতুন বাজার স্থাপন করা হয় এবং জমিদার জামাল ফারুকীর নামে এটি নামকরণ করা হয় জামালগঞ্জ।তৎকালীন বৃটিশ সরকার ১২ ই এপ্রিল ১৯৪০ খ্রি. জামালগঞ্জ পুলিশষ্টেশন স্থাপন করেন। এর আয়তন ছিল ১৯৬ বঃমাইল। পরবর্তীতে ১৮ই এপ্রিল ১৯৮৩ খ্রি. জামালগঞ্জ উপজেলা হিসেবে উন্নীত হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS