Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভৌগলিক পরিচিতি

জামালগঞ্জ উপজেলার ভৌগলিক পরিচিতি: জেলা শহর সুনামগঞ্জ হতে ৩৫ কিঃমিঃ পশ্চিমে এবং বিভাগীয় শহর সিলেট হতে ১০৭ কিঃমিঃ পশ্চিমে এ উপজেলার অবস্থান।  

 

আয়তনঃ  ৩৩৮.৭৪ বর্গ কিঃমিঃ।

 

           সীমানা: 

      ডিস্ট্রিক্ট গ্যাজেটিয়ার্স সিলেট থেকে জানা যায়, ১৯৪০ সনের ১২ এপ্রিল ‘জলথানা’ হিসেবে সুরমার বুকে ভাসমানবোটে জামালগঞ্জ থানার যাত্রা শুরু হয়। তখন এ থানার সীমানা ছিল উত্তরে লাউড় পরগনা, দক্ষিনে দিরাই ও খালিয়াজুড়ি থানা, পূর্বে লক্ষণশ্রী ও পাগলা পরগণা এবং পশ্চিমে মোহনগঞ্জ থানা, সেলবরষ ও সুখাইড় পরগনা। জামালগঞ্জ উপজেলার উত্তরে তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলা, দক্ষিণে খালিয়াজুরী ও দিরাই উপজেলা, পূর্বে সুনামগঞ্জ সদর উপজেলা এবং পশ্চিমে  মোহনগঞ্জ ও ধর্মপাশা উপজেলা।  এ উপজেলা মেঘালয়রা জ্যের পর্বত শ্রেণীর অতি সন্নিকটে যা প্রাকৃতিক সৌন্দর্যেমন্ডিত অনেক হাওড় ও বাওর রয়েছে।