বিগত ১২/০৫/২০১৫ তারিখ রোজ মঙ্গলবার ১০.০০ ঘটিকা হইতে বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত উপজেলা গভর্নেন্স প্রজেক্টের আওতায় জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌনহয়রানি (ইভটিজিং) প্রতিরোধের উপায় ও রচনা প্র্রতিযোগিতা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় ৫০০জন ছাত্র/ছাত্রী, ১০ জন শিক্ষক এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও ১১জন অভিভাবক উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার জনাব এস এম শফি কামাল মহোদয় বাল্যবিবাহের সামাজিক কুফল ও যৌনহয়রানি (ইভটিজিং) প্রতিরোধের উপায় সম্পর্কে পাওয়ার প্রেজেন্টেশন এর মাধ্যমে বিস্তারিত আলোচনা এবং দিকনির্দেশনা প্রদান করেন। বাল্যবিবাহ ও যৌনহয়রানি (ইভটিজিং) প্রতিরোধের উপায় বিষয়ক রচনা প্রতিযোগিতায় অংশগ্রণকারীদের মধ্য থেকে ১ম, ২য়, ৩য় স্থান নির্ধারণ পূর্বক ০৬ (জন) কে পুরস্কার প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস