জামালগঞ্জে ০৭/০৮/২০১৫ তারিখে ঘুর্ণিঝড়ে উদয়পুর গ্রামের, হালের বলদ, দুধার গাভী হারিয়ে কাদছে কৃষক পরিবারগুলো। ওই গ্রামের প্রায় ৪৫টি হালের বলদ, দুধার গাভী ও বাচুর মারা গেছে। উক্ত গ্রামের কৃষকদের ঘরে ঘরে চলছে কান্নার রোল গত বৃহস্পতিবার বেলা ১১.০০ঘটিকায় কাল বৈশাখী ও শিলাবৃষ্টির কবলে পড়ে এই গ্রামের গবাদি পশুগুলো প্রাণ হারায়। অত্র উপজেলা নির্বাহী অফিসার জনাব এস এম শফি কামাল মহোদয় খবর পেয়ে দ্রুত চলে যান ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় এবং তাদের বাস্তব চিত্র দেখে তাদের আর্থিক সাহায্যের ব্যবস্থা করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস