Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জামালগঞ্জ উপজেলার পটভূমি

জামালগঞ্জ-এর নামকরণঃ

জামালগঞ্জ-এর নামকরণে ভাটীপাড়ার বয়োবৃদ্ধ জমিদার মরহুম এখলাছুর রহমান চৌধুরীর মতামত প্রণিধানযোগ্য। ১৯৬৪ সালে জনাব এখলাছুর রহমান চৌধুরীর দেয়া তথ্য থেকে জানা যায় যে, তাঁদের বংশের পূর্ব পুরুষগণের মধ্যে জামাল ফারুকী নামে একজন প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন। তাঁকে স্মরণীয় করে রাখার জন্য ভাটীপাড়া এস্টেট কর্তৃক নতুন ক্রয়কৃত দুটি তালুকের নামকরণ করা হয়  জামালগড় ও জামালপুর। অতঃপর সাচনা বাজারের সঙ্গে নদীর পশ্চিমপাড়ে প্রতিযোগিতামূলক একটি নতুন বাজার প্রতিষ্ঠিত হলে এর নামকরণ করা হয় জামালগঞ্জ। “জামাল”-আরবী শব্দ-এর অর্থ মনোরম বা সুন্দর এবং ‌“গঞ্জ”শব্দের অর্থ বাজার বা যেখানে ক্রয়-বিক্রয় করা হয়। আবার “গঞ্জ”অর্থ শহরও বোঝায়। সে বিচারে জামালগঞ্জ হচ্ছে সুন্দর বা মনোরম শহর।

তথ্যসূত্রঃ জামালগঞ্জের ইতিহাস- গোলাম মর্ত্তুজা

 

জামালগঞ্জ উপজেলাঃ

১৮ ই এপ্রিল ১৯৮৩ খ্রি. তারিখে জামালগঞ্জ থানা হইতে উপজেলা হিসেবে উন্নীত হয়।

উত্তরে তাহিরপুর সুনামগঞ্জ সদর দিরাই এবং ধর্মপাশা উপজেলার উত্তর, পূর্ব,দক্ষিণ এবং পশ্চিম কোনে এ উপজেলাটি অবস্থিত। এ উপজেলা মেঘালয় রাজ্যের পর্বত শ্রেণীর অতি সন্নিকটে যা প্রাকৃতিক সৌন্দর্যে মন্ডিত অনেক হাওড় ও বাওর রয়েছে।

 

উপজেলার ঐতিহ্যঃ

জামালগঞ্জ উপজেলা একটি ঐতিহ্যবাহী উপজেলা । হাওড় বেষ্টিত উপজেলা এবং রয়েছে অনেক বিল বাদল । যা জাতীয় অর্থনীতিতে খাদ্য ও আমিষের যোগান দেয়। অনেক জ্ঞানীগুণী ব্যক্তিত্বের জন্মস্থান । সাচনা বাজার বৃটিশ শাসনামল প্রসিদ্ধ বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত ছিল।